অনেকদিন থেকে ইন্টারনেট জগতে আছি। কিছু ওয়েবের কাজ করি। কাজ তেমন কিছুই না। অনেক ওয়েব সাইটে ঘুরাঘুরি করে দেখেছি। অনলাইন ইনকাম কিভাবে করা যায়, সেটি নিয়ে অনেক পরীক্ষাও করেছি। ফ্রীল্যান্সার, ও-ডেস্ক ইত্যাদি ফ্রীল্যান্সিং সাইটেও ঘুরে দেখেছি। এসব ফ্রীল্যান্সিং সাইটে কাজ পাওয়া যায়, তবে এর বেশিরভাগ কাজই কঠিন। এগুলো করার জন্য আপনাকে ডিজাইনার, ডেভেলপার জাতীয় কিছু হতে হবে।
এই ধরনের আরেকটি সাইট দেখলাম মাইক্রোওয়ারকার্স। এই সাইটে ছোট ছোট কিন্তু সহজ কাজ পাওয়া যায়। আর এই কাজ গুলো সম্পাদনা করতে কয়েক মিনিট এর বেশি লাগে না। এই সাইটে সদস্য বা রেজিস্ট্রেশন করার সাথে সাথে পাবেন ৳১ ডলার বা ৬৯.৫২৫ টাকা। আপনার রেফারেল লিংক ব্যবহার করে কেউ রেজিস্ট্রেশন করলে পাবেন ৳১ ডলার। আর ছোট ছোট কাজ গুলো থেকে তো ইনকাম হবেই। তবে কাজ সহজ বলে এখানে ইনকামের পরিমান তুলনামূলক কম।
এভাবে আপনি ১ থেকে ২ ঘন্টা সময় দিয়ে প্রতিদিন ৳১ – ৳৩ ডলার আয় করতে পারেন ইচ্ছে করলে। টাকা পাবেন পে-পাল, মানি-বুকার, চেক ইত্যাদি মাধ্যমে।
কেউ কেউ হয়তো ভাবছেন আমি এত বিজ্ঞাপন করছি কেন? তাই না? আমি ভাবলাম আপনারাতো ব্লগে বসে আছেন কিছুনা কিছু শেখার জন্যে। তাই ভাবলাম আপনাদের আমার এই সামান্যতম কষ্ট যদি কারও উপকার করে তাহলে দোষ কি।
শুরু করবেন যেভাবে
মাইক্রোওয়ারকার্স ডট কম এই লিংকে ক্লিক করার পর উপরে তাকিয়ে দেখেন Register for free লেখা আছে সেখানে ক্লিক করুন। রেজিস্ট্রেশন র্ফম পুরন করার পর একাউন্ট চালু করার জন্য আপনার দেওয়া ই-মেইলে একটি লিংক দিবে সেখানে ক্লিক করুন। সাথে সাথে আপনার একাউন্টে পৌছে যাবে আপনার কাংক্ষীত ৳১ ডলার বা ৬৯.৫২৫ টাকা। এরপর Available jobs এ গিয়ে আপনার পছন্দমত কাজ খুঁজে নিন। যত বেশি কাজ করবেন, তত টাকা পাবেন।
Thursday, August 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
akhane reg karar por ami ki vabe kaj korbo? screenshot saho likho,plz.akai addres diya vinno pc thake akadik id khola jabe ki? send details plz at agnibina_asb_bd@yahoo.com
সবার উপকারের উদ্দেশ্য এ বিষয়ে একটি ধারাবাহিক পোষ্ট করার চিন্তা ভাবনা চলছে।
micro workers এ আমার ৯ টা করা কাজ এখনো buyer hung করে রাখছে। এখন আমি নতুন কোন কাজ করলে ও নেয় না । এর কারণ কি ??
@বুলবুল
বায়ার আপনার কাজগুলো রিভিউ করবে ৭ দিনের মধ্যে। আর "এখন আমি নতুন কোন কাজ করলে ও নেয় না" এই কথাটি একটু বুঝিয়ে বললে ভালো হতো। প্রয়োজনে আমাকে মেইল করে জানাতে পারেন।
Post a Comment