খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Thursday, October 14, 2010

ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে কথা বলুন দেশে-বিদেশে

লিখেছেনঃ  লাকি এফএম


আসসালামুয়ালাইকুম, স্বাগতম আমার লেখার আয়োজনে। আজকে আমি আপনাদের এমন একটা সফটওয়ারের সাথে নতুনভাবে বা পুনরায় পরিচয় করিয়ে দিব সেটা হল ‘Skype’। মূলত Skype হল একই সাথে চ্যাট করা অথবা কথা বলা (পিসি থেকে পিসিতে) এবং ক্রেডিট থাকলে মোবাইলেও কল বা ম্যাসেজ দেওয়া ইত্যাদি গুরুত্বপূর্ন কাজের একটি সমাধানমূলক সফটওয়ার। এর মাধ্যমে ভিডিও কল ও করা যায়, পাশাপাশি কনফারেন্স কল যা আজ-কাল খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
আর এর সবই করতে পারবেন ফ্রিতে; শুধু যার সাথে এই চ্যাট বা কথা বলতে চাইবেন তার পিসিতে বা মোবাইলে একটা স্কাইপির সফটওয়ারটি ইনষ্টল করা থাকতে হবে।


সবচেয়ে বড় যে ব্যপার গুলো ইন্টারনেট ব্যবহার করে কল করার ক্ষেত্রে খেয়াল রাখা হয় বা রাখা উচিত সেগুলো হল
১. ভয়েস কোয়ালিটি
২. ভিডিও কোয়ালিটি
৩. নিরবিচ্ছিন্ন সংযোগ
৪. ইত্যাদি, ইত্যাদি…
এর সব কিছুই স্কাইপিতে বিদ্যমান
সবচেয়ে গুরুত্বপুর্ন ব্যাপার হল এটা অফ-লাইন ইনষ্টলার, যার ডাউনলোডের মাধ্যমে আপনি নেট কানেকশান ছাড়াও ইহা ইনষ্টল করতে পারবেন
তো এবার পিসির জন্য স্কাইপি ডাউনলোডের পালা


নতুনদের জন্য বিশেষ দ্রষ্টব্যঃ অনেকে হয়ত ডাউনলোডের পর RAR ফরমেটের ফাইল পেয়ে কিভাবে কি করবেন বুঝতে পারছেননা। তাদের জন্য আমার এই আপডেট। শুধু নিচের WinRar 3.93 Full Version ডাউনলোড করে ইনশটল করে নিন, ব্যস আপয়ান্র কাজ শেষ।
 

আর যারা মোবাইলে ইউজ করতে চান তারা মোবাইলে নেট এক্টিভেট করে তারপর এই লিঙ্ক অনুসরন করুন।



ফেইসবুকে কেউ এ বেপারে আলাপ করতে চাইলে এই পোষ্টে আলোচনার জন্য আহবান করা হল
কাউর বুঝতে কোন সমস্যা হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন

লেখাটি পুর্বে  আমার ব্লগে প্রকাশিত

3 comments:

Post a Comment