খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Saturday, October 30, 2010

আপনার ছবিকে দাগমুক্ত করার জন্য একটা দারুন সফটওয়্যার (সংগ্রহে রাখুন)


আসসালামুআলাইকুম। আশাকরি সবাই ভাল আছেন। এই পোষ্টটা হলো আইটি ওয়াল্ডের ২০১ তম পোষ্ট। তাই আমি ভাবলাম আপনাদের একটা কাজের সফটওয়্যার দিলে কেমন হয়? যা হোক এইটা দিয়ে আপনারা খুব সহজেই আপনার ফটোকে দাগমুক্ত করতে পারবেন। নিচের স্ক্রীনশটটা দেখুনঃ



উপরের ইমেজএর প্রথম ছবিটিতে দেখানো হয়েছে যে মেয়েটির চেহারা খারাপ কিন্তু পরের ছবিটে দেখা যাচ্ছে খারাপ থেকে মেয়েটার চেহারা কি সুন্দরই না হয়ে গেছে।
এবার আসুন সফটওয়্যারটির সাথে পরিচিত হয়ে নেইঃ

নামঃ Face Smoother
ভারসনঃ নতুন
কোম্পানীঃ Picget

যেসব কাজ করতে পারবেনঃ
১. স্মুত (Smooth)
২. শেয়ারপেন (Sharpen)
৩. এডজাষ্ট (Adjust)
৪. রোটেট (Rotate)
৫. রিসাইজ (Resize)

যেভাবে কাজ করবেনঃ
১. Open বাটনে ক্লীক করে আপনার ছবিটি সিলেক্ট করুন।
২. Smooth বাটনে ক্লীক করে OK করুন।
৩. কালার এডজাষ্ট (Adjust) করতে চাইলে Adjust বাটনে ক্লীক করে কালার নির্ধারণ করুন।
৪. শেষে Save বাটনে ক্লীক করে আপনার ফটোটি সংরক্ষন করুন।

যেখান থেকে ডাউনলোড করবেনঃ
ডাউনলোড

আশা করি আপনাদের কাজে লাগবে। কাজে লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
-শাহারিয়ার আলম

1 comments:

Post a Comment