খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Monday, October 18, 2010

ফোল্ডার লক করার জন্য একটি সহজ সফটওয়্যার (১০০%)



কী ভাবছেন? এ রকমতো অনেক সমফটওয়্যার আছে কীন্তু এটার আবার কী বৈশিষ্ট্য? এটা কী ভাবে কাজ করে? আমি আপনাদের সাথে এখন একটি দারুন সফটওয়্যার শেয়ার করছি। এটা দিয়ে আপনি খুব সহজেই আপনার পছন্দের ফোল্ডারটি লক করে রাখতে পারবেন। যেমন ধরুনঃ একাধিক সফটওয়্যার সিলেক্ট করুন এবং আনল বাটনে ক্লীক করুন। তাহলেই আপনার পছন্দের ফোল্ডারটি লক হয়ে যাবে। আমি এখানে লক বলতে আমি হাইড করা বোঝাচ্ছি। অর্থাত আপনার ফোল্ডারটি আর দেখা যাবে না।

ডাউনলোড

সময় কম। তাই আর বেশী লিখতে পারলাম না।
ধন্যবাদ

2 comments:

Badhon [Reply]

Good. Thank you.

Bristi [Reply]

Plz. Post more software.

Post a Comment