খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Friday, October 15, 2010

আলফা এবং অমেগা ২০১০ (DVD with 7 Day Resume)



আলফা এবং অমেগা ২০১০ ছবিটি 3-D computer animated film produced by Crest Animation Productions and Richard Rich তৈরী করেন। ছবিটি পরিচালনা করেন Anthony Bell and Ben Gluck এবং পরিচালক হলেন Fox and the Hound.

প্রকাশঃ
চলচিত্রটি ১৬ সেক্টেম্বর ২০১০ এ সর্ব প্রথম কাজাকস্থান এবং রাশিয়াতে রিলিজ পায়। এছাড়াও চলচিত্রটি ১৭ সেক্টেম্বর এ পুরো পৃথিবী জুড়ে প্রকাশিত হয়। সব শেষে প্রকাশিত হয় ভারতে আর তখন তারিখ হলো ১৮ সেক্টেম্বর।

Alpha and Omega ছবিটির অফিসিয়াল ওয়েব সাইট www.alphaandomega3d.com এ চলচিত্রটি সম্পর্কে আরো অনেক তথ্য, স্ত্রীন শট পাওয়া যাবে। চলচিত্রটির মূল সারমর্ম হলোঃ What makes for the ultimate road trip?। এছাড়াও Hitchhiking, truck stops, angry bears, prickly porcupines and duck caddy এই ছবিটিতে অংশ গ্রহন করেছে। ছবিটিতে যেমন এডভেন্চার রয়েছে তেমনটি রয়েছে একশন এবং শেখার অনেক কিছু। ছবিটিতে দুইজন প্রেমিক এর মূল চরিত্র রয়েছে।

সাফল্যতাঃ
রিলিজের প্রথম দিনই বিক্রি হয়েছে ৮০ হাজার কপি। শুধু তাই নয় দ্বীতিয় দিনে তা বেড়ে হয়েছে দ্বিগুণ। অবাক হলেন নাকী। ২০ হাজার কপিতো বিক্রি হয়েছে শুধু আমেরিকাতেই। তাহলে ভাবুন পুরা পৃথিবীতে তাহলে কত কপি বিক্রি হয়েছে! এটা ছিল A computer animated 3D film কম্পানীর অন্যান্য ছবি Toy Story 3, Alice in the Wonderland, How to Train Your Dragon movie and Shrek Forever After এর মত জনপ্রিয়। যাকে বলা যায় A computer animated 3D film এর বড় সাফল্য।

দেখতে যেমনঃ





যেখান থেকে ডাউনলোড করবেনঃ (সাইজ: ৬৯৯.১০ মেগাবাইট)


 

Download HD:

undefined
http://hotfile.com/list/1185367/c46bb55

undefined
http://fileserve.com/list/9KRRcKW


http://www.filesonic.com/folder/8285a69039de2eb6f

আশাকরি আপনাদের কাজে লাগবে। চলচিত্রটি ভাষা হলো ইংরেজী।

ধন্যবাদ।
-মোঃ আব্দুর রহিম

3 comments:

মিমি [Reply]

আব্দুর রহিম ভাইয়া সুন্দর একটা ছবির সন্ধান দিয়েছেন। আপনাকে ধন্যবাদ।

দিনের আলো [Reply]

ছবিটা ভালো।

Badhon [Reply]

Very Cute..

Post a Comment