খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Wednesday, November 3, 2010

টাইপিং শেখার জন্য একটা কাজের সফটওয়্যার (সংগ্রহে রাখুন)

আসসালামু্‌আলাইকুম সবাই কেমন আছেন এটাই আমার আইটি ওয়াল্ডে প্রথম পোষ্ট আশা করি আপনারা সবাই আমার প্রতি উতসাহ প্রদান করবেন আজকে আমি আপনাদের কে একটা দারুন এবং কাজের সফটওয়্যার দিব এটা দিয়ে আপনারা খুব সহজেই টাইপিং শিখতে পারবেন এক কথায় বলা যায় টাইপিং মাষ্টার সফটওয়্যারটির বিকল্প এটি একটি সফটওয়্যার কোন সেট আপ এর ঝামেলা নেই শুধু নিচের ফাইলটি ডাউনলোড করুন এবং রার ফাইলটি আনজিপ করুন
ব্যাস ধামেলা শেষ






যেভাবে কাজ করবেনঃ
১. সফটওয়্যার ওপেন করুন।
২. দুইটি হাত আসলে লেখা শুরু করুন।





সফটওয়্যারটি আমার ভাল লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভাল লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসই পারে আমাকে একজন লেখক হিসেবে গড়ে তুলতে।

ধন্যবাদ,
-আরিফিন

0 comments:

Post a Comment