আসসালামুআলাইকুম। সবাই কী ভাবছেন? এটা কীভাবে সম্ভব তাই না? কিন্তু এটা সম্ভব। তার কারণটার মূল রহস্যই হলো এই সফটওয়্যারটা। আপনারা হয়ত ভাবছেন এটা কী ভাবে হবে। এই সফটওয়্যারটা আপনার নির্দেশিত ওয়েব সাইটটি কে ডাউনলোড করে আপনার পিসির হার্ড ডিস্কে রেখে দেবে। তারপরতো আপনি সেটা অন্য সময় দেখতে পারবেন ইন্টারনেট ছাড়াই। এই সফটওয়্যারটি মুলত একটা অফলাইন ব্রাউজার। আমি অনেক এ রকম অফলাইন ব্রাউজার দেখেছি। কিন্তু আমার কাছে এই সফটওয়্যারটাই বেশি ভালো লাগে। তার কারণটা হলো এটা ব্যবহার করা যেমনি সহজ ঠিক তেমনি আবার তারাতারি ডাউনলোড হয়। এই সফটওয়্যারটার মূল্য হলো ১২০ ডলার। অর্থাৎ বাংলাদেশি টাকায় এর মূল্য হলো [সম্ভবত] ৮ হাজার ৪০০ টাকা।
আমি আগেই বলেছি এটা আইটি ওয়াল্ড। অর্থাত সব কিছুই এখানে ফ্রীতে আপনারা পেয়ে যাবেন। যা হোক সফটওয়্যারটির সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হলোঃ
ডাউনলোডঃ
Size: 2.00 MB
যেভাবে ফুলভারসন করবেনঃ
১. ডাউনলোড করা ফাইলটির ভেতর Crack folder এ প্রবেশ করুন। সেখানে SO.exe নামে একটা ফাইল আছে। ফাইলটি কপি করুন।২. এবার সফটওয়্যারটি যেখানে সেটআপ দিয়েছেন সেখানে যান যেমনঃ C:\Program Files\SurfOffline ।
৩. ফাইলটি সেখানে পেষ্ট করে দিন। একটি ম্যাসেজ আসলে Yes বাটনে ক্লীক করুন।
৪. ব্যাস কাজ শেষ।
যেভাবে কাজ করবেনঃ
১. সফটওয়্যারটি চালু করুন।২. একটি ইউন্ডো আসবে। সেখানে Next বাটনে ক্লীক করুন।
৩. পরের ইউন্ডোতে Start page এ আইটি ওয়াল্ডের লিংটি দিন। যেমনঃ http://it-world-bd.blogspot.com/ এবার box Project name এ লিখুন it-world। তার পর Next বাটনে ক্লীক করুন।
৪. Start page and laves এ ২ দিন। Next বাটনে ক্লীক করুন।
৫. পরের ইউন্ডোটিতে Images চেক বক্সটির টিক চিহ্নটি রেখে বাকি সবগুলোর চিক চিহ্ন উঠিয়ে দিন। এবার Next বাটনে ক্লীক করুন।
৬. পরের ইউন্ডোটিতে ডিফল্ট অবস্থায় রেখে Finish বাটনে ক্লীক করুন।
৭. ব্যাস আপনার কাজ শেষ এখন বাকি কাজটা এই সফটওয়্যারটি অটোমেটিক করে নেবে। অর্থাত ডাউনলোড অটোমেটিক শুরু হয়ে যাবে।
৮. ডাউনলোড শেষ হয়ে গেলে শুধু সফটওয়্যারটা চালু করুন। এবং আইটি ওয়াল্ড বাটনে ক্লীক করুন। দেখবেন ইন্টারনেট ছাড়াই আইটি ওয়াল্ড চালু হয়ে গেছে।
এভাবে আপনি আরো অনেক ওয়েব সাইট ডাউনলোড করতে পারবেন।
কাজে লাগলেই আমার পরিশ্রম সার্থক হবে।
-মোঃ আব্দুর রহিম
1 comments:
Thank You.
Post a Comment