খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Saturday, November 27, 2010

ছোট্ট একটি এডঅন দিয়ে এখন আপনি সহজেই বাংলা বানান যাচাই করতে পারবেন

লিখেছেনঃ নাবিল


must have firefox add ons ● মজিলা ফায়ারফক্স ব্রাউজারে বাংলা বানান যাচাই করুন, জোসস্ একটি এডঅন (Bengali Dictionary) দিয়ে। | Techtunes


মজিলা ওয়েব ব্রাউজারে ছোট্ট একটি এডঅন দিয়ে এখন আপনি সহজেই বাংলা বানান যাচাই করতে পারবেন। এডঅন’টি সক্রিয় থাকাকালে ওয়েবসাইটে লিখার সময় শব্দে ভুল হলে সতর্কমূলক সংকেত পাবেন এবং যে শব্দ’টি ভুল হয়েছে তার নিচে লাল দাগ পড়বে। এখন আর বানান নিয়ে দ্বিধা-দন্দ থাকবে না icon wink ● মজিলা ফায়ারফক্স ব্রাউজারে বাংলা বানান যাচাই করুন, জোসস্ একটি এডঅন (Bengali Dictionary) দিয়ে। | Techtunes নিচিন্তে লিখে যান।
এডঅন’টি মাত্র ৩৫৫ কিলোবাইটের।
নিচের লিঙ্ক থেকে এডঅন’টি আপনার ব্রাউজারে এডকরে নিন।

Bangla Dir ● মজিলা ফায়ারফক্স ব্রাউজারে বাংলা বানান যাচাই করুন, জোসস্ একটি এডঅন (Bengali Dictionary) দিয়ে। | Techtunes


এডঅন’টি ইন্সটল করার পর Restart Firefox-এ ক্লিক করুন।
এবার আপনার ব্রাউজার থেকে ওয়েবসাইট, ব্লগ, মেইল ইত্যাদি তে লিখার সময় অভিভাধন’টি চালু করতে হলে  মাউসের ডান প্বার্শে ক্লিক করুন এবং Language থেকে Bangla (Bangladesh) নির্বাচন করুন। ভুল শব্দের নিচে লাল দাগ দেখানো শব্দগুলো ঠিক করতে শব্দের শেষে মাউসের ডান প্বার্শে ক্লিক করুন এবং তারপর দেখতে পাবেন যে শব্দ’টি লিখতে চাইছেন তার কাছাকাছি শব্দগুলো দেখাবে।

2 comments:

মিমি [Reply]

শেয়ার করার জন্য ধন্যবাদ। কাজের পোষ্ট।

দুরন্ত পথিক [Reply]

ভাই কী যে বলব..... Very Good

Post a Comment