খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Thursday, November 25, 2010

বাংলাদেশের রেডিও টুডে, রেডিও ফুর্তি ইত্যাদিসহ সব রেডিও শুনুন কম ইন্টারনেট স্পীডেও মাত্র ১২৮ কিলোবাইটের একটা সফটওয়্যারের মাধ্যমে

 আমরা যারা গ্রামে বা প্রত্যন্ত এলাকায় থাকি তাদের পাশাপাশি যারা বিদেশে থাকেন তারাও বঞ্চিত হন এফ.এম. রেডিও শোনার সুবিধা থেকে। ১২৮ কিলোবাইটের একটি সফটওয়্যারের সাহায্যে ( ইন্সটল করা ছাডাই ) আপনি ইন্টারনেটে রেডিও শুনতে পারবেন কম স্পীডেও। আমি ৮-৯ kb/s এও শুনেছি স্পস্ট শোনা যায় কোন সমস্যা ছাড়াই।
বাংলাদেশের রেডিওঃ

বাংলাদেশের এফ.এম রেডিওগুলো শোনার জন্য:

১। এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন।
২। .exe ফাইলটির উপর ক্লিক করলে নিচের ছবির মতো একটি উইন্ডো ওপেন হবে।
 বাংলাদেশের রেডিও টুডে, রেডিও ফুর্তি ইত্যাদিসহ সব রেডিও এর পাশাপাশি Radio Mirchi সহ যে কোন রেডিও শুনুন কম ইন্টারনেট স্পীডেও ( আমি ৮ ৯ Kb/s এ শুনেছি ) | Techtunes
৩। রেডিওর লিস্ট থেকে যে রেডিও শুনতে চান সেই রেডিও সিলেক্ট করুন (আমি রেডিও গুনগুন সিলেক্ট করলাম) । এরপর connecting to media file.. দেখাবে ( চিত্রের মত )
 বাংলাদেশের রেডিও টুডে, রেডিও ফুর্তি ইত্যাদিসহ সব রেডিও এর পাশাপাশি Radio Mirchi সহ যে কোন রেডিও শুনুন কম ইন্টারনেট স্পীডেও ( আমি ৮ ৯ Kb/s এ শুনেছি ) | Techtunes
৪। এরপর buffering শুরু হবে ( চিত্রে ২% দেখাচ্ছে )। ১০০% কমপ্লিট হতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। ১০০% কমপ্লিট হয়ে গেলে রেডিও শুনতে পাবেন।
 বাংলাদেশের রেডিও টুডে, রেডিও ফুর্তি ইত্যাদিসহ সব রেডিও এর পাশাপাশি Radio Mirchi সহ যে কোন রেডিও শুনুন কম ইন্টারনেট স্পীডেও ( আমি ৮ ৯ Kb/s এ শুনেছি ) | Techtunes
উপভোগ করুন বাংলাদেশী এফ.এম. রেডিও।

বাংলায় যেসব রেডিও শুনতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমেঃ

  • রেডিও গুনগুন
  • রেডিও টুডে (ঢাকা)
  • রেডিও টুডে (ctg)
  • রেডিও ঢাকা
  • রেডিও তুফান
  • রেডিও মেট্রো
  • অনলাইন গান
  • রেডিও ইনফিনিটি
  • রেডিও আর্তনাদ
  • রেডিও ৭১
  • ফ্যান্টাস্টিক বাঙ্গালী
  • রেডিও হিমছড়ি
  • রেডিও জোশ
  • পাইওনিয়র এফ এম
  • রেডিও বাংলা নেট
  • রেডিও আনমিক্স
  • রেডিও প্রতিতী
  • রেডিও বিজয়
  • রেডিও লেমন ২৪
  • রেডিও সাঊট বিডি
  • রেডিও অডিও
  • রেডিও অনিয়ম
  • রেডিও নর্থস্টার
  • আনুভূতি রেডিও
  • রেডিও আপন
  • রেডিও আড্ডা
  • জাপান রেডিও
  • বাংলাদেশ বেতার ( লাইভ )
  • ওয়াশিংটন বাংলা রেডিও
  • বিবিসি বাংলা ( পরিক্রমা )
  • বিবিসি বাংলা ( প্রবাহ )
  • বিবিসি বাংলা ( প্রত্যুষা )
  • বিবিসি বাংলা ( প্রভাতী )
  • রেডিও টেকভিশন

Download:



সুত্রঃ পিউর জটিল

0 comments:

Post a Comment