Sunday, November 21, 2010
টাস্কবারে Clock এ আপনার নাম লিখুন
আসসালামুআলাইকুম। সবাই আশা করি ভালো আছেন! আজকে সকালে একটু ভাবছিলাম, যে কিভাবে আপনাদেরকে নতুন কোন কিছু শেখানো যায়। হঠাত করেই এই ট্রিকসটা মনে পড়ে গেল তাই দেরী না করে চটপট লিখতে বসে গেলাম। এটা আসলে টাস্কবারের ঘড়িতে যে লেখা থাকে am বা pm সেটির পাশে বা পরিবর্তে আপনি নতুন শব্দ যেম Morning বা Evening লেখতে পারবেন অথবা আপনার নামও লিখে দিতে পারবেন। তাহলে আসুন মহান আল্লাহর নামে পোষ্টা শুরু করি।
যেভাবে কাজ করবেনঃ
১. প্রথমে Control Panel এ যান। [Control Panel বের করতে Start => Settings => Control Panel এ ক্লীক করুন।]
২. Regional and Language Options অপেন করুন।
৩. Customize বাটনে ক্লীক করুন।
৪. Time ট্যাবে ক্লীক করুন।
৫. AM বা PM ড্রপডাউন মেনু সিলেক্ট করে আপনার নামটি লিখে দিন।
৬. Apply বাটনে ক্লীক করে OK বাটনে ক্লীক করুন।
৭. আবার Apply বাটনে ক্লীক করে OK বাটনে ক্লীক করুন।
৮. দেখতে পাবেন AM,PM এর যায়গায় এখন আপনার নাম চলে এসেছে।
আশাকরি আপনাদের সবার বুঝতে সুবিধা হয়েছে এবং আপনাদের কাজে লেগেছে। ভাল লাগলে কমেন্টস করতে ভুলবেন না যেন। বুঝতে কোন সমস্যা হলে আমাকে কল করতে পারেন ০১৯১৫৫০২৫৫৬ বা মেইল করতে পারেন।
ধন্যবাদ।
-মোঃ আব্দুর রহিম
Labels:
Softwares,
Tips and Tricks
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
দারুন! চালিয়ে যান।
Thank You.
Post a Comment