খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Tuesday, November 30, 2010

PPC ওয়েব সাইট থেকে টাকা আয় পর্বঃ ১ [প্রাথমিক ধারণা]


আসসালামুআলাইকুম। আশাকরি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি।

ইন্টারনেট থেকে অর্থ উপার্জন সম্পর্কে আমাদের মধ্য প্রায় একটা না একটা সংকোচ লেগেই আছে। তার কারণও অনেক। আমরা সবাই জানি যে ইন্টারনেট থেকে টাকা আয় করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে। যেমন ধরুনঃ কোন কিছু বিক্রি করে, ফ্রিল্যান্সিং কাজ করে, ফাইল শেয়ার করে, বিজ্ঞাপন প্রদর্শন করে, বিজ্ঞাপন এ ক্লীক করে ইত্যাদি। আমি আজকের পর্বে শুধু বিজ্ঞাপন এ ক্লীক করে টাকা উপার্জন করার বিষয়ে এখানে আলোচনা করছি। ইনসাআল্লাহ পরবর্তিতে অন্য বিষয়ের উপরেও আলোচনা করব। প্রথমে আসুন জেনে নেই PPC বলতে কী বুঝায়। মূলত PPC বলতে বুঝায় Pay Per Click অর্থাৎ প্রতি ক্লীক এ টাকা উপার্জন। এই PPC ওয়েব সাইটও বিশ্বে হাজার হাজার আছে। কিন্তু সেগুলোর মধ্যে আমাদেরকে বেছে বেছে সঠিক এবং বিশ্বাস যোগ্য ওয়েব সাইটকে নির্বাচন করতে হবে। আলোচনা শুরুর আগে আসুন জেনে নেই PPC এর যাবতীয় তথ্যাদি।

PPC আসলে কী?
PPC ওয়েব সাইটগুলোতে ক্ল্যাইন্টরা তাদের বিজ্ঞাপন গুলো দিয়ে থাকে। যাতে করে তাদের প্রতিষ্ঠানের প্রচার হয়। এখানে আপনার কাজ হলো বিজ্ঞাপনগুলো প্রদর্শন করা তাও একটা নির্দিষ্ট সময়ের জন্য। একেকটি ওয়েব সাইটে এক এক ধরণের মূল্য দেওয়া হয়। কিন্তু বেশির ভাগ ওয়েব সাইট গুলোতেই ০.১ সেন্ট দেওয়া হয় প্রতিটি বিজ্ঞাপন এর জন্য। সাধারণত ৩০ সেকেন্ড ধরে একটি বিজ্ঞাপন দেখলেই জমা হয় ০.১ সেন্ট। এছাড়াও আপনারা রেফারেল এর মাধ্যমেও অর্থ উপার্জন করতে পারেন।

রেফারেল কী?
মূলত রেফারেল বলতে বুঝায় আপনার সাহায্যে কারো কোন প্রতিষ্ঠানে রেজিষ্টার করানো। [সংক্ষেপে বলা হলো]। PPC ওয়েব সাইটগুলোর একটা সুবিধা হলো যদি আপনার রেফারেলে কেউ রেজিষ্টার করে তখন আপনি সেই রেফারেলের জন্য নিদিষ্ট কিছু টাকা আপনার একাউন্ট এ যোগ হবে। বেশির ভাগ PPC ওয়েব সাইটেই মূলত এই সুবিধা রয়েছে।

এবার আসুন PPC ওয়েব সাইটগুলোর সত্যতা সম্পর্কে কিছু কথা জেনে নেইঃ
পৃথিবীতে বিভিন্ন অনেক PPC ওয়েব সাইট রয়েছে যারা আপনাদের দিয়ে কাজ করিয়ে নেই ঠিকই কিন্তু পেমেন্ট তারা করে না। তাই এগুলো ওয়েব সাইটে রেজিষ্টেশন করার পূর্বে অবশ্যই এগুলো সম্পর্কে প্রথমে খোজ খবর দেখে নেবেন। প্রয়োজনে ইউটুবিতে ভিডিও সার্চ করে পেমেন্ট এর সত্যতাও দেখে নেবেন।

ইনসাআল্লাহ আগামী পর্বে
PTC এর ধারাবাহিক পর্ব শুরু হবে।

-মোঃ আব্দুর রহিম

5 comments:

সাগর [Reply]

টাকা আয় নিয়ে ধারাবাহিক পোষ্ট করার জন্য অনেক ধন্যবাদ।

মোনা [Reply]

ভাল কোন পিপিসি সাইট লিঙক দিলে খুব উপকার হত।

Anonymous [Reply]

Anyone can send me some of Elite PTC site.

মো: রায়হান আহমদে [Reply]

Internet Search দিলে অনেক PTC/PPC site দেখা যায়। কিন্তু কিছুদিন
পর ভুল ভাঙে। ভাল সাইট খোজ করা সময় সাপেক্ষ ব্যাপার। আবার অনকে ভাল সাইট ২০০৭ সাল থকে আছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব ভাল করে সবার কাছে জেনে নিবেন। নিচে কিছু সাইটের লিস্ট দিলাম:

1. NEOBUX

http://www.neobux.com/?rh=616B73756D6F6E

2. Clixsense

http://www.clixsense.com/?3843683


3. INCENTRIA

http://www.incentria.com/ptc_ads.php?ref=aksumon

4. CLICKSIA

http://www.clicksia.com/index.php?ref=aksumon


5. CASTREAM

http://www.cashtream.com/banners/dynamic.php?username=aksumon


6. INCRASEBUX

http://www.incrasebux.com/register.php?r=gsLU59HDzw==



Neobux is one of the most reliable PTC site still now.যা ২০০৮ সাল থেকে আছে। CLIXSENSE এখানে দৈনিক ৫ ডলার উপার্জনের সুযোগ রয়েছে।যা ২০০৭ সাল থেকে আছে।এদের রয়েছে strong forum and chat option.
আমি মূলত: এই সাইটগুলোতে কাজ করি।

আপনাদের উপকারে আসবে বলে আমার বিশ্বাস।
ধন্যবাদ

পিয়াল [Reply]

ধন্যবাদ রায়হান ভাই।
আপনার দেয়া প্রত্যেক সাইটে রেজিস্ট্রেশন করেছি।
শুনেছি পিটিসি সাইট থেকে অনেক টাকা কামানো যায়,
কিভাবে লেখককে বা রায়হান ভাইকে বলার জন্য অনুরোধ করছি।

Post a Comment