বিসমিল্লাহীর রহমানীর রাহীম
প্রথমেই বলতে হচ্ছে যে এই কয়দিন একটু ব্যস্তা থাকার কারনে কোন পোষ্ট করতে পারিনি। যাহোক এই টিউনটি আমি শামীম ভাইয়ের অনুরোধে করছি। আপনারা হয়তবা এটা সম্পর্কে জানেন তবু শেয়ার করছি।
আমরা সবাই জানি আইকন ব্যবহার করা হয় কোন ফাইল বা ফোল্ডারের সৌন্দর্য্য বৃদ্ধি করার জন্য। এখন আমরা শিখবো কি ভাবে ফোল্ডারে আইকন দিতে হয়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. একটি ফোল্ডার তৈরী করুন। এবার যেই ফোল্ডারে আইকন সেট করতে চান সেটিতে মাউসের ডানবাটনে ক্লীক করুন।
২. এবার Properties এ ক্লীক করুন।
৩. Customize ট্যাবে ক্লীক করুন। এবং Change Icon এ ক্লীক করুন।
৪. এবার Browse বাটনে ক্লীক করুন। একটি ডায়ালগ বক্স আসবে। এবার .ico ফরমেটের আইকন সিলেক্ট করে ওপেন করুন।
[বড় করে দেখার জন্য ছবিটিতে ক্লীক করুন]
৫. এবার OK বাটনে ক্লীক করুন।
৬. সবশেষে Apply বাটনে ক্লীক করে OK বাটনে ক্লীক করুন।
এবার আপনার ফোল্ডারটি দেখুন। আইকন পরিবর্তন হয়ে গেছে।
যেভাবে পুনরায় আগের মতো করবেনঃ
১. ফোল্ডারটিতে মাউসের ডানবাটনে ক্লীক করে Properties এ ক্লীক করুন। Customize ট্যাবে ক্লীক করুন। এবং Change Button এ ক্লীক করুন।
এবার Restore Defaults এ ক্লীক করুন।
এবার Apply বাটনে ক্লীক করে OK বাটনে ক্লীক করুন।
আপনার কাজ শেষ। সময় কম তাই বেশি কিছু লিখতে পারলাম না।
-মোঃ আব্দুর রহিম
1 comments:
আগে আইকন চেঞ্জ করতে পারতাম , browse করে নিয়ে আসা আপনার কাছে সিখ্লাম । shamim
Post a Comment