খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Friday, December 10, 2010

অক্ষর দেখে দেখে আবরি শিখুন [মাত্র ৩৪৫ কিলোবাইট]

বিসমিল্লাহীর রহমানীর রাহীম।



আজকে ইন্টারনেটে ঘুরতে ঘুরতে একটা কাজের জিনিষ পেয়ে গেলাম। তাই আর দেরী না করে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা একটা ফ্লাশ প্লেয়ার। এইটা দিয়ে আপনারা আরবী অক্ষর খুব সহজেই শিখতে পারবেন। এটার সাইজ হলো মাত্র ৩৪৫ কিলোবাইট। ডাউনলোড করে দেখুন। আমার ভালো লেগেছে এবং ইনসাআল্লাহ আপনাদেরও কাজে লাগবে। এই সফটওয়্যারটি দিয়ে আপনারা শিশুদেরকে খুব সহজেই আরবী অক্ষর শিখাতে পারবেন। নিচের ডাউনলোড লিং এ ক্লীক করে ডাউনলোড করে নিন।



আরবী নিজে শিখুন এবং অন্যকে শিখতে উৎসাহিত করুন।
ধন্যবাদ।
-মোঃ আব্দুর রহিম

1 comments:

Badhon [Reply]

অনেক ধন্যবাদ। এইটা দিয়ে বাচ্চাদের আরবী শিখানো সহজ হবে।

Post a Comment