খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Saturday, August 4, 2012

অ্যাপেন্ডিক্সঃ কী , কেন , কীভাবে?

আমাদের শরীরের বৃহদান্ত্রের শুরুতেই একটি ছোট্ট কৃমি আকৃতির অঙ্গের নাম ভারমিফরম অ্যাপেন্ডিক্স। আকার এবং আকৃতিতে এটি বৈচিত্র্যময়। এটি ২-২০ সেন্টিমিটারের মতো লম্বা হয়। শরীরে এর কোনো কাজ নেই।এর অবস্থান পেটের নিচের দিকে ডান পাশে। ভেতরটা ফাঁকা। কাজেই কৃমি, মল, পাথর-এ জাতীয় কোনোকিছু ঢুকে গেলে সহজে বের হতে পারে না। তাছাড়া সামান্য প্রদাহে গহ্বরটি বন্ধ হয়ে যেতে পারে। এই অ্যাপেন্ডিক্সের ইনফ্লামেশন বা প্রদাহ হলে তাকে বলে অ্যাপেন্ডিসাইটিস, যাতে অ্যাপেন্ডিক্স ফুলে ওঠে এবং ব্যথার জন্ম দেয়।




রোগের উপসর্গঃ
• প্রাথমিকভাবে নাভীর চারদিকে তীব্র ব্যথা শুরু হয়। পরে ব্যাথা তলপেটে ডান দিকে (নাভী ও কোমরের হাড়ের মাঝামাঝি জায়গা) স্থায়ী হয়।
• পেট শক্ত হয়ে যায়।
• বমি হতে পারে।
• জ্বর হতে পারে তবে সাধারণত অতি উচ্চমাত্রায় নয়

রোগ নির্ণয়ঃ
• রোগীর রোগ বৃত্তান্ত এবং শারীরিক পরীক্ষার দ্বারা
• এই রোগটি নির্ণয়ের ক্ষেত্রে প্যাথলজিক্যাল টেস্ট বা আলট্রাসনোগ্রাম করার প্রয়োজন নেই।
• তবে চিকিৎসক যদি সন্দেহাতীত না হন তাহলে প্রস্রাব পরীক্ষা, পেটের এক্স-রে এমনকি তলপেটের আলট্রাসনোগ্রাম করার জন্য বলতে পারেন।

চিকিৎসাঃ
• এ রোগের একমাত্র চিকিৎসা অপারেশন। কোনো ওষুধে বা অ্যান্টিবায়োটিকে এ রোগ সারে না। অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা দেখা দিলে অপারেশন ২৪ ঘণ্টার মধ্যেই করতে হয়। না হলে অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। ২৪ ঘণ্টায় অপারেশন না করালে মৃত্যুঝুঁকি প্রতি হাজারে ১ জন। আবার ফেটে যাওয়ার পর অপারেশন করালে মৃত্যুঝুঁকি প্রতি হাজারে ২০ জন। আর ফেটে যাওয়ার আগে-পরে অপারেশন না করালে মৃত্যুঝুঁকি প্রতি হাজারে প্রায় ৫০০ জন।


অপারেশনের পর সমস্যাঃ
• অ্যাপেন্ডিক্সের কাজ এতোই নগণ্য যে, এটি কেটে ফেললেও শরীর তেমন কোনো সমস্যা দেখা দেয় না। স্বাভাবিক কাজকর্ম করা সম্ভব। খাওয়া-দাওয়াতেও কোনো ধরনের সমস্য হয় না।

সূত্রঃ জাতীয় ই-তথ্য কোষ

0 comments:

Post a Comment