১)নেটবুক ও
২)নোটবুক।
যারা হাল্কা কাজ বা অনলাইনে কাজ করে থাকেন তারা সাধারনত নেটবুক ব্যাবহার করে থাকেন। আর অপেক্ষাকৃত ভারী কাজ ও হাই গ্রাফিক্স এর গেমিং এর জন্য অনেকে নোটবুক কিনে থাকেন। শুধু ল্যাপটপ কিনে ব্যাবহার করলেই চলবে না। ব্যাবহার এর সাথে সাথে এর যত্ন ও নিতে হবে। তা না হলে আপনার সাধের ল্যাপটপ একদিন হঠাৎ পটল তুলবে।
আপনার সাধের এই ল্যাপটপটিকে হঠাৎ পটল তুলর হাত থেকে কিছুটা রক্ষা করার ও পারফরমেন্স ভালো করার জন্য কিছু টিপস দিচ্ছি । আসাকরি টিপস গুলো আপনাদের সাধের ল্যাপটপটিকে হঠাৎ পটল তুলর হাত থেকে কিছুটা রক্ষা করবে সাথে সাথে ল্যাপটপটি পারফরমেন্স ও বারাবে ।
- দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন,
- অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করে দিন,
- ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখুন,
- ব্যাটারির কানেক্টর এর লাইন মাঝে মাঝে পরিষ্কার করুন,
- সব সময় হার্ডিস্ক থেকে মুভি ও গান চলাবেন। কারন ল্যাপটপের সিডি/ডিভিডি রমের ক্ষমতা কম হয়ে থাকে,
- সরাসরি সূর্যের আলোতে ল্যাপটপ ব্যাবহার করবেন না। কারন এতে আপনার সাধের ল্যাপটপ খুব দ্রুত গরম হয়ে যে কোন ধরনের ক্ষতি হতে পারে,
- এয়ার ভেন্টের পথ খোলা রাখবেন এবং সহযে বাতাস চলাচল করে এমন স্থানে ল্যাপটপ রেখে কাজ করবেন,
- শাট ডাউন এর পরিবর্তে হাইবারনেট অথবা স্লিপ অপশন ব্যাবহার করবেন,
- দরকার ছাড়া ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখবেন,
- ভালো মানের এন্টি ভাইরাস যেমন- Avast ব্যাবহার করুন। Avast এক বছরের ফ্রি লাইসেন্স দেয়,
- হার্ডডিস্ক ও সিপিইউ এর মেইটিনেন্স এর সময় কোন কাজ করা উচিত নয়,
- ব্যাটারি যদি কম ব্যাবহার করে থাকেন বা ব্যাবহার করাই হয় না। তাহলে ব্যাটারির আয়ু কমে যাবে। এর থেকে বাঁচার জন্য সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানোর চেষ্টা করুন,
- সপ্তাহে অন্তত একবার ডিফ্রাগমেন্ট করুন,
- অপ্রয়োজনীয় বা ব্যবহার করেন না এমন প্রোগ্রাম/ সফটওয়্যার গুলো আনইনষ্টল করুন।
0 comments:
Post a Comment