খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Friday, August 13, 2010

ফ্লাশ প্লেয়ার বিহীন ওয়েবসাইট দেখুন খুব সহজে…


বাংলাদেশের যে নেট স্পীড ওয়েবসাইটে ফ্লাশ প্রযুক্তির কনটেন্ট 
থাকলে তা লোড হতে অনেক বেশি সময় লাগে। আবার ধীরগতির ইন্টারনেটে ফ্লাশ কনটেন্ট অনেক সময় লোড হয় না। ফ্লাশ কনটেন্ট ছাড়াই দেখতে পারেন নির্দিষ্ট ওয়েবসাইট। এ জন্য মজিলা ফায়ারফক্স ইন্টারনেট ব্রাউজারে একটি অতিরিক্ত অ্যাড-অনস যুক্ত করে নিতে হবে। প্রথমে https://addons.mozilla.org/en-US/firefox/addon/433 ঠিকানার ওয়েবসাইট থেকে অ্যাড-অনসটি ফায়ারফক্সে যুক্ত করে নিন এবং ফায়ারফক্স রিস্টার্ট করুন।
আর ভাল লাগলে আবশই কমেন্ট করবেন

0 comments:

Post a Comment