খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Sunday, November 14, 2010

ভৌতিক মাউস!


ভৌতিক মাউস! নামটা আসলেই বিস্ময়কর। এর কাজটাও অনেকটা সেরকম। আঁড়াল থেকে মাউসের সকল গতিবিধি সংরক্ষণ করবে। মাউস দিয়ে যত কাজ করা হবে, তার সবটুকুই সে রেকর্ড করে রাখবে। Ghost Mouse নামের এই সফটওয়্যারটি রান করে শুধুমাত্র রেকর্ড বাটনে ক্লিক করুন। তারপর থেকে মাউসের মুভমেন্টকে সে রেকর্ড করতে শুরু করবে। এরপর মাউস দিয়ে কি কি করলেন, প্লে বাটনে ক্লিক করলেই তা দেখা যাবে এবং সেভ করেও রাখা যাবে।
Ghost Mouse মাত্র ৬৮০ কিলোবাইটের ফ্রিওয়্যার। ডাউনলোড করুন এই লিংক থেকে।

0 comments:

Post a Comment