খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Sunday, November 14, 2010

আপনার কম্পিউটারের যাবতীয় তথ্য জেনে নিন


আপনি কি জানেন কতক্ষণ ধরে আপনার কম্পিউটারটি চালু আছে, কিংবা কবে আপনি অপারেটিং সিস্টেম ইনস্টল করেছিলেন? মনে পড়ছেনা, তাইনা? আর কতক্ষণ ধরে কম্পিউটার চালু আছে সেটাই বা জানব কি করে?
জি, এটাও জানা সম্ভব এবং কোন সফটওয়্যারের সাহায্য ছাড়াই। কিভাবে জানবেন এখন সে কথাই বলছি।

  • প্রথমে Start>Run এ গিয়ে cmd লিখে এন্টার দিন
  • এবার লিখুন systeminfo এবং এন্টার চাপুন
  • কয়েক সেকেন্ডের মধ্যে কম্পিউটারের সকল তথ্যাবলী দেখা যাবে
 আপনার কম্পিউটারের যাবতীয় তথ্য জেনে নিন | Techtunes
অবশ্য এই তথ্যগুলো থার্ডপার্টি সফটওয়্যারের মাধ্যমেও জানা যায়। কিন্তু কি দরকার এত ঝামেলার, বলুন তো? যেখানে আপনি একটি মাত্র কমান্ডের মাধ্যমেই দেখতে পারছেন, সেখানে সফটওয়্যারের দরকার কি?

0 comments:

Post a Comment