খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Sunday, November 14, 2010

একই নামের একাধিক ফাইল খুঁজে বের করুন


আমরা অনেক সময় নিজের অজান্তেই বা মনের ভুলে একই ফাইল একাধিক জায়গায় সেভ করে রাখি। এসব ফাইল অযথাই মেমরি স্পেস দখল করে রাখে। আমিও এই সমস্যার ভুক্তভোগী ছিলাম। হঠাৎ করেই একটি সফটওয়্যারের সন্ধান পেয়ে গেলাম। Double Killer নামের এই সফটওয়্যারটি দিয়ে একই জাতীয় নামের ফাইলগুলো খুঁজে বের করা যাবে।

মাত্র ৩৯১ কিলোবাইটের ফ্রিওয়্যারটি পাবেন এই লিংকে। কোন ইনস্টলেশনের ঝামেলা নেই।

0 comments:

Post a Comment