আমরা অনেক সময় নিজের অজান্তেই বা মনের ভুলে একই ফাইল একাধিক জায়গায় সেভ করে রাখি। এসব ফাইল অযথাই মেমরি স্পেস দখল করে রাখে। আমিও এই সমস্যার ভুক্তভোগী ছিলাম। হঠাৎ করেই একটি সফটওয়্যারের সন্ধান পেয়ে গেলাম। Double Killer নামের এই সফটওয়্যারটি দিয়ে একই জাতীয় নামের ফাইলগুলো খুঁজে বের করা যাবে।
মাত্র ৩৯১ কিলোবাইটের ফ্রিওয়্যারটি পাবেন এই লিংকে। কোন ইনস্টলেশনের ঝামেলা নেই।
0 comments:
Post a Comment