খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Sunday, November 14, 2010

ডাউনলোডের আগেই দেখে নিন ZIP ও RAR ফাইলের মধ্যে কী আছে


আমরা যখন কোন ZIP বা RAR ফাইল ডাউনলোড করি তখন জানি না যে এর মধ্যে কি আছে। ডাউনলোড করার পর যদি ভিতরে কাঙ্ক্ষিত ফাইলটি না থাকে, তখন কেমন লাগে বলুনতো? নিশ্চয় আপনার এরকম অভিজ্ঞতা আছে। তখন হয়তোবা ভেবেছেন “ইশ, যদি আগেই দেখে নেয়ার কোন সুযোগ থাকতো”। যদি সেটি আকারে ছোট হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি অনেক বড় সাইজের ফাইল হয় তাহলে তো কথাই নেই। এখন থেকে আর চিন্তা নেই,ডাউনলোডের আগেই দেখে নিতে পারবেন কম্প্রেস করা ফাইলের মধ্যে কি আছে। এজন্য শুধু ArchView নামের ফায়ারফক্স এ্যাড-অন্সটি ইনস্টল করে নিন।


অনেক সময় দেখা যায় যে ভিতরে অপ্রয়োজনীয় কোন ফাইলও থাকে। সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র প্রয়োজনীয় ফাইলটিও ডাউনলোড করা যাবে। এটি ZIP, RAR ও ISO ফরম্যাটের ফাইল সাপোর্ট করে।

Download Link:
https://addons.mozilla.org/en-US/firefox/downloads/latest/5028/addon-5028-latest.xpi
Download Now

0 comments:

Post a Comment