এখন আর ব্যক্তিগত ফাইল হিডেন করেও নিশ্চিন্তে থাকা যায় না। কারন ফোল্ডার অপশন থেকে হিডেন ফাইল দেখার পদ্ধতিটি প্রায় সবাই জানে। কেমন হয় যদি ফোল্ডার অপশনকেই গায়েব করে দেয়া যায়? আসুন দেখি কিভাবে ফোল্ডার অপশনকে সরানো যায়।
এজন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
এজন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
- Start>Run এ গিয়ে Regedit লিখে Enter চাপুন
- এবার HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer এ যান
- Explorer এ রাইট ক্লিক করে নতুন একটি DWORD Value নির্বাচন করুন এবং এর নাম দিন NoFolderOptions
- NoFolderOptions এর উপর ডাবল ক্লিক করে এর Value Data বক্সে 1 দিন
- এখন পিসি রিস্টার্ট করে দেখুন Folder Options নেই
- একইভাবে Folder Options আবার ফিরে পেতে Value Data বক্সে 0 দিন
0 comments:
Post a Comment