খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Monday, November 15, 2010

Hidden File কে আরও সুরক্ষিত করুন

এখন আর ব্যক্তিগত ফাইল হিডেন করেও নিশ্চিন্তে থাকা যায় না। কারন ফোল্ডার অপশন থেকে হিডেন ফাইল দেখার পদ্ধতিটি প্রায় সবাই জানে। কেমন হয় যদি ফোল্ডার অপশনকেই গায়েব করে দেয়া যায়? আসুন দেখি কিভাবে ফোল্ডার অপশনকে সরানো যায়।
এজন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
  • Start>Run এ গিয়ে Regedit লিখে Enter চাপুন
  • এবার  HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer এ যান
  • Explorer এ রাইট ক্লিক করে নতুন একটি DWORD Value নির্বাচন করুন এবং এর নাম দিন NoFolderOptions
 Hidden File কে আরও সুরক্ষিত করুন | Techtunes
  • NoFolderOptions এর উপর ডাবল ক্লিক করে এর Value Data বক্সে 1 দিন
  • এখন পিসি রিস্টার্ট করে দেখুন Folder Options নেই
  • একইভাবে Folder Options আবার ফিরে পেতে Value Data বক্সে 0 দিন
এই পদ্ধতি অনুসরণ করে ফোল্ডার অপশনকে লুকিয়ে রাখতে পারেন আবার আপনার প্রয়োজন অনুসারে ফিরিয়ে আনতেও পারেন।

0 comments:

Post a Comment