Friday, November 12, 2010
আপনার পোষ্টের যে শিরনাম আছে সেটি টাইটেল বারে শো করান
বেশির ভাগ ওয়েব সাইটেরই দেখা যায় যে পোষ্টের যে শিরনাম আছে তা ওয়েব সাইটের টাইটেল বারে দেখা যায়। কিন্তু ব্লগারে এই সিস্টেমটা সংযুক্ত করতে একটি কোড ব্যবহার হয়।
যেভাবে কোডটি সংযুক্ত করবেনঃ
১. ব্লগার এ লগইন করুন।
২. Design-Edit HTML এ যান।
৩. নিচের কোডটি কপি করুন।
<data:blog.pageTitle/>
৪. কোডটি <title> </title> টির মাঝখানে পেষ্ট করুন।
চিত্রঃ
পেষ্ট করা হলে কোডটি দেখতে যেমন হবেঃ
<title><data:blog.pageTitle/></title>
৫. Save Template বাটনে ক্লীক করে Template টি Save করুন।
ভাল লাগলে কমেন্টস করে জানাবেন।
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
আব্দুর রহিম ভাইয়া। আপনি আমার যে কতটা উপকার করলেন তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না।
Post a Comment