খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Friday, November 12, 2010

জিমেইলে পাঠানো ইমেইল বাতিল করা

লিখেছেনঃ আল-আমিন কবির



ইমেইলে কোন ফাইল বা তথ্য পাঠানোর জন্য তাড়াহুড়ার কারণে অনেক সময় ভুল মেইলও সেন্ড হয়ে যেতে পারে। জিমেইলে সেটিংস পরিবর্তনের মাধ্যমে নির্দিষ্ট সময় পর্যন্ত পাঠানো ইমেইল বাতিল করা যায়। ধরুন, আপনার বন্ধুকে একটি মেইল পাঠাচ্ছেন। মেইলটি লিখে তাড়াতাড়ি সেন্ড বাটন চাপার সাথে সাথেই খেয়াল করলেন একটি ভুল ছিল মেইলে। ততক্ষণে মেইল চলে গেছে নির্দিষ্ট ঠিকানায় :-( এখন সেটিকে ফিরিয়ে আনা স্বাভাবিকভাবে সম্ভব না। তবে সেটিংস পরিবর্তন করে জিমেইলে ফিরিয়ে আনা সম্ভব। :-) আগে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড পর পর্যন্ত পাঠানো ইমেইল করার ব্যবস্থা ছিল। তবে বর্তমানে এ সময় ৩০ সেকেন্ড পর্যন্ত বাড়ানো যায়।
2
সেটিংস পরিবরতন করার জন্য প্রথমে যেতে হবে গুগল ল্যাবসে। এজন্য জিমেইলে লগ-ইন করে Settings থেকে Labs ক্লিক করুন। উপরের ছবিতে যে বাটনটি তীর দিয়ে দেখানো হয়েছে সেখানে ক্লিক করলেও হবে।
এরপর যে পেইজটি খুলবে সেখানে পাঁচটি অপশনের পর Undo Send নামে একটি অপশন পাওয়া যাবে।
3
এটি স্বয়ংক্রিয়ভাবে Disable অবস্থায় থাকে। এটিকে প্রথমে Enable করতে হবে। এনাবল বাটনে এর জন্য ক্লিক করলেই হবে। উপরের ছবিতে এর একটি স্ক্রিনশট দেয়া হয়েছে।








এবার Save Changes ক্লিক করে আবার Settings থেকে  General অপশন ক্লিক করতে হবে। এখানে প্রথম পাঁচটির পরে  Undo Send অপশনটি পাওয়া যাবে।
4
এখানকার Send cancellation period থেকে ৩০ সেকেন্ড নির্বাচন করে Save Changes ক্লিক করতে হবে। উপরের ছবিটিই এ লেভেলের স্ক্রিনশট।
5
এখন আপনি যেকোন একটি মেইল কমপোজ করুন এবং সেটি কোন বন্ধুর ঠিকানায় পাঠিয়ে দিন।
6
এরপর থেকে কোন মেইল পাঠালে মেইলটি সেন্ড হওয়ার পর ইনবক্সের ওপর Your message has been sent, Undo এবং View message নামক কিছু অপশন আসবে। পাঠানোর পর মেইলটি ফিরিয়ে আনার জন্য Undo বাটনটি চাপতে হবে। স্ক্রিনশট টা উপরে দেয়া হলো।
7
এরপর মেইলটি পাঠানো হলেও মেইলটির প্রেরক আর এটি দেখতে পারবেন না। সেটি বাতিল হয়ে যাবে। মেইলটি যে বাতিল হলো সে সংক্রান্ত একটি নোটিফিকেশনও আপনি পাবেন। চিত্রে লাল বৃত্তে নোটিফিকেশনের তথ্যটি দেখানো হলো।
ধন্যবাদ সবাইকে। :-) হ্যাপি ইমেইলিং :-) । কোন সমস্যা হলে মন্তব্য আকারে অবশ্যই জানাবেন। :-)

2 comments:

নীল আকাশ [Reply]

ভলো তবে মনে হয় না আমার কাজে লাগবে। তবুও ধন্যবাদ।

Abdur Rahim [Reply]

Thank u for ur comments

Post a Comment