বিসমিল্লাহীর রহমানীর রাহীম।
আসুন ওয়েব সাইটার সাখে পরিচিত হইঃ
নামঃ এসপ্ল্যানডুযে সব ওয়েব সাইটের লিং কনভার্ট করা যাবেঃ YouTube, Yahoo Videos, Google Videos, MSN Videos, Veoh , Guba, Live Leak, kewego.co.uk, Sharkle, AOL Uncut, Spike, My Space, Daily Motion, Blip.tv, Break.com, Super Nova Youtube.
মোটঃ ১৬টি ওয়েব সাইট থেকে ডাউনলোড করা যাবে।
যেভাবে ব্যবহার করবেনঃ
১. এখানে ক্লীক করে ওয়েব সাইটটিতে যান।
২. ধরুন আপনি গুগল ভিডিও থেকে ফাইল ডাউনলোড করবেন। সে জন্য এড্রেসবার থেকে লিংটা কপি করুন।
৩. ওয়েব সাইটির লিং বক্সে লিংটি পেষ্ট করুন। এবার পাশের ড্রপডাউন মেনু থেকে ওয়েব সাইটটি সিলেক্ট করুন। মনে রাখবেন লিংটা যে ওয়েব সাইটের সেখানে সেই ওয়েব সাইটের নাম ধরিয়ে দিন। আমি এখানে যেহেতু গুগল ভিডিও এর লিং দিয়েছি সে ক্ষেত্রে এখানে Google Videos ধরিয়ে দিয়েছি।
৪. এবার ডাউনলোড বাটনে ক্লীক করুন।
৫. কিছুক্ষন পরে ডাউনলোড হওয়া শুরু হবে। অথবা যদি আপনি কনভার্ট করা লিং ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে পেষ্ট করেও ডাউনলোড করতে পারবেন।
সুবিধা সমূহঃ
১. রিজুম ব্যবস্থা আছে।
২. রিজুম ব্যবস্থা কনভার্ট করার ২৪ ঘন্টার পর শেষ হয়ে যাবে।]
৩. সারা দিনে আপনি হাজার হাজার ফাইলের লিং কনভার্ট করতে পারবেন।
৪. কোন রেজিষ্টেশনের ঝামেলা নাই।
ওয়েব সাইটটির লিং
আশা করি আপনাদের ভালো লাগবে।
-মোঃ আব্দুর রহিম।
1 comments:
thank you.
Post a Comment