খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Sunday, November 14, 2010

ফায়ারফক্সে জিমেইল এ্যালার্ট!


জনপ্রিয় এবং অন্যতম মেইল সার্ভিস হচ্ছে জিমেইল। আমার মনে হয় আপনাদের সবারই জিমেইলে এ্যাকাউন্ট আছে। প্রতিদিন অন্তত একবার হলেও জিমেইল এ্যাকাউন্টটি চেক করার প্রয়োজন হয়। নতুন কোন মেইল এলো কিনা বা এলেও কি কি মেইল এসেছে, এখন এসব মাত্র এক ক্লিকের দূরত্বে।

ফায়ারফক্সের একটি ফাটাফাটি এ্যাড-অন হলো Gmail Notifier । এটি নতুন কোন মেইল আসলে তৎক্ষণিকভাবে জানিয়ে দিবে এবং সেই সাথে দেখা যাবে কতগুলো মেইল এখনও পড়া হয়নি তার সংখ্যা।

gmailnotifier ffx ফায়ারফক্সে জিমেইল এ্যালার্ট! | Techtunes
এই লিংক থেকে চমৎকার এবং কাজের এই এক্সটেনশনটি ইনস্টল করে নিন। তারপর ব্রাউজারের স্ট্যাটাসবারের ডানদিকে জিমেইল -এর আইকনে ক্লিক করে নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই দেখাবে ইনবক্সে কতটি নতুন মেইল এসেছে।
gn interface ফায়ারফক্সে জিমেইল এ্যালার্ট! | Techtunes
আইকনে ক্লিক করেই সরাসরি মেইলে প্রবেশ করা যাবে। প্রতিবার লগইন করার ঝামেলা এড়াতে চাইলে সেটিংস পরিবর্তন করে নিতে হবে। জিমেইলের আইকনে রাইট ক্লিক করে Preferences থেকে এই সেটিংস পরিবর্তন করে নিতে পারবেন। চাইলে এখান থেকে সাউন্ডও যুক্ত করা যাবে, তখন নতুন মেইল এলেই আপনার পছন্দের সুরটি বেজে উঠবে।



ভাল থাকবেন। কাজে লাগলে কমেন্টস করে জানেবেন।
ধন্যবাদ।

1 comments:

রাজু [Reply]

ভাই আমি কাজ বুঝলাম না!

Post a Comment