এই পোষ্টে ফোল্ডার অপশনের একটি সমস্যা ও তার সমাধান দেওয়া হলোঃ
সমস্যা :
মাঝে মাঝে দেখা যায় যে আপনি আপনার জরুরী প্রয়োজনে আপনার কম্পিউটারের Hidden Files গুলো দেখার জন্য Tools মেনু এর অন্তর্গত Folder options… থেকে Show Hidden Files and Folders অপশনটি চালু করতে চাচ্ছেন কিন্তু অপশনটি enable করার পরও Hidden Files and Folders দেখা যাচ্ছে না।সমাধান :
এটা হয় সাধারনত আপনার কম্পিউটারটি কোন Virus বা Malware দ্বারা আক্রান্ত হয়ে থাকলে, যেটা windows এর কিছু registry values পরিবর্তন করে দেয়।কিছু Virus দ্বারা registry values এর এই পরিবর্তনটি হয়ে থাকে, কারন Virus টির নিজস্ব কিছু ফাইল থাকে যা দ্বারা Virus টি পরিচালিত হয় এবং সেই ফাইলগুলো hidden file হিসেবে থাকে। তাই Virus গুলো Show Hidden Files and Folders অপশনটি নষ্ট করে দেয় যাতে আপনি Virus এর সেই hidden file গুলো (malicious executable or script) মুছে ফেলতে না পারেন।
একটা ছোট সেটিং ডাউনলোড করে ফোল্ডার অপশনের সেটিংগুলো পুনরায় ঠিক করুন
ডাউনলোড
1 comments:
ভাল হলেই ভাল।
Post a Comment