খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Friday, November 26, 2010

আসুন ডাউনলোড করি ৪ ধরনের আইক্যাচিং আইকন সেট

বিসমিল্লাহীর রহমানীর রাহীম


একটি ওয়েব সাইটকে সুন্দর করে গড়ে তোলার জন্য আইকনের কোন জুড়ি নেই তার কারণটা হলো আইকন ওয়েব সাইটটির সুন্দর্যকে আরে বেশি করে বাড়িয়ে দেয়। এ পোষ্টে ৪টি সেট আইকন প্যাক দেওয়া হলো। আপনাদের সুবিধার্থে সবগুলো আইকন একটি ফাইলে দেওয়া হয়েছে। সাইজ মাত্র ৩. ৩০ মেগাবাইট। প্রত্যেকটি আইকন সেটে ১০টি আইকন আছে। মোট আইকন ৪০ টি।

আইকনগুলো দেখতে যেমনঃ

1. Gift Box


2. FaceBook


3. Cards


4. Google


ডাউনলোডঃ


ভালো লাগলে কমেন্টস করে জানাবে।
-মোঃ আব্দুর রহিম

1 comments:

মিমি [Reply]

দারুন আইকন! ধন্যবাদ।

Post a Comment