খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Monday, December 13, 2010

কী মজার একটা গেম মাত্র ১৩ মেগাবাইটে!!!

বিসমিল্লাহীর রহমানীর রাহীম।


আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমার নিজের চোখে দেখা যে বেশিরভাগ মানুষই রেসিং এবং একশন গেমস পছন্দ করেন। তাই আজকে একটি মটরসাইকেলের গেমস আপনাদের সাথে শেয়ার করছি। এই গেমটা অবশ্য রেসিং গেমও নয় আবার একশন গেমও না। এই গেটা মুলুত জাম্পিং গেম। অর্থাৎ আপনাকে মটরসাইল নিয়ে লাফ দিয়ে দিয়ে গেম খেলতে হবে।  আমার মজা লেগেছে ইনসাআল্লাহ আপনাদেরও মজা লাগতে পারে। নিচে এইগেমটির স্ক্রীনশট দেখুনঃ











খেলতে যা যা দরকার হবেঃ
অপারেটিং সিস্টেমঃ Microsoft Windows NT/2000/XP or better
প্রোসেসরঃ Pentium 200mhz or better
রেমঃ 64 MB RAM
হার্ডডিস্ক স্পেসঃ ১৫ মেগাবাইট
DirectX 5.0 or better

গেমটির মধ্যে যা যা আছেঃ
১. মজাদার এনিমেটেড গ্রাফিক্স।
২. ফুল স্ক্রীন এবং হাফ স্ক্রীন মুডে খেলার সুবিধা।
৩. ব্যাকরাউন্ড মিউজিক এবং সাউন্ড ইফেক্টস।
৪. কীবোর্ড এবং মাউস দিয়ে কন্ট্রোল করার সুবিধা।
৫. সহজে ব্যবহার যোগ্য।
৬. ইনস্টল এবং আনস্টল করার সুবিধা।
৭. সকল বয়সের মানুষের জন্য।
৮. ফুল ভারসন।

প্রয়োজনে গেমটির ভিডিও দেখতে পারেনঃ



ডাউনলোডঃ




ভাল লাগলে অবশ্যই কমেন্টস করে বলবেন কিন্তু.....
ধন্যবাদ।
-মোঃ আব্দুর রহিম

1 comments:

Post a Comment