খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Monday, December 13, 2010

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের জন্য কিছু টুলবার [সংগ্রহে রাখুন]




বিসমিল্লাহীর রহমানীর রাহীম

আমরা সবাই জানি যে কোন কিছু ডাউনলোড করার জন্য ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের কোন জুড়ি নেই। এক কথায় বলতে গেলে একাই একশ। কিন্তু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের টুলবারগুলো আপনারা খুব সহজেই পরিবর্তন করে নতুন টুলবার দিতে পারেন। প্রথমে নিচের টুলবার থেকে আপনার টুলবারটি পছন্দ করে ডাউনলোড করে নিন।

১. নামঃ কিটি [Kiti]



[ডাউনলোড]

২. নামঃ কৌশিক হালডার [Koushik Halder]



[ডাউনলোড]

৩. নামঃ রাউন্ড বাটন [Round Button]



[ডাউনলোড]

৪. নামঃ লাকি টুলবার [Lucky Toolbar]


[ডাউনলোড]

৫. নামঃ MosI3D 


[ডাউনলোড]

৬. নামঃ মর্ডান এক্সপি [Modern XP ]


[ডাউনলোড]

৭. নামঃ AM-Skin


[ডাউনলোড]

৮. নামঃ পৃথিবী [Globe]


[ডাউনলোড]

৯. নামঃ নীল তীর [Blue Arrow]



[ডাউনলোড]

যেভাবে ব্যবহার করবেনঃ

১. প্রথমে আপনার পছন্দের টুলবারটি ডাউনলোড করে নিন।
২. ফাইলগুলো আইডিএম এর রুট এর টুলবার ফোল্ডার ইস্টাক্স করুন। [ডিফল্টঃ "c:\program files\internet download manager\Toolbar"]
৩. ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার রিস্টার্ট দিন।
৪. এবার View->Toolbar menu মেনুতে যান। সেখানে মেনুর নিচের দিকে আপনার টুলবারটির নাম দেখতে পাবেন। নামটিতে ক্লীক করলেই টুলবারটি একটিভ হয়ে যাবে।

[বুঝতে সমস্যা হলে কমেন্টসে উল্লেখ করুন]
ধন্যবাদ।
-মোঃ আব্দুর রহিম

0 comments:

Post a Comment