খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Wednesday, December 15, 2010

বিলুপ্ত হয়ে যাওয়া প্রাচীন সভ্যতার ১৩৮টি আইকন



বিসমিল্লাহীর রহমানীর রাহীম। আশা করি সবাই ভালো আছেন। সামনে S.S.C পরীক্ষাতো তাই একটু বেশিই ব্যস্ত। এজন্য আপাতত কিছু আইকন আপনাদের সাথে শেয়ার করছি। ব্যস্ততা কেটে গেলে ইনসাআল্লাহ আরো সুন্দর সুন্দর আইকন আপনাদের সাথে শেয়ার করবো। আজকে আমি আপনাদেরকে যে আইকন গুলো দিচ্ছি সেগুলো মুলত বিলুপ্ত হয়ে যাওয়া একটি প্রাচীন সভ্যতার। আমরা অধিকাংশ মানুষই পিরামিডের নানান কাহিনী সম্পর্কে জানি। এ জন্য বেশি কিছু লিখলাম না। নিচে কিছু আইকনের ছবি দেওয়া হলোঃ



এখানে মোট ১৩৮টি আইকন আছে। ৬৭টি .ico ফরমেটে আর ৭১টি .png ফরমেটে আছে। সাইজঃ ১৪ মেগাবাইট।

ডাউনলোডঃ


সবাই ভালো থাকুন।
ধন্যবাদ।
-মোঃ আব্দুর রহিম

0 comments:

Post a Comment