খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Wednesday, December 15, 2010

Google Chrome 9 Beta 19 [সংগ্রহে রাখুন]

বিসমিল্লাহির রহমানীর রাহীম

আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই গুগল সম্পর্কে জানি এবং চিনি। গুগল হলো বিশ্বের মধ্যে সফলপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। গুগল তার সৃষ্টির শুরু থেকেই নানান ফিচার তৈরী করে আসছে। তাদের ফিচারের মধ্য সার্চ ইঞ্জিন অন্যতম। গুগলের আরেকটি ফিচার হলো গুগল ক্রোম। এই গুগলক্রোম বর্তমানে বিশ্বের মানুষের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। গুগল ধীরে ধীরে এই গুগল ক্রোমের নতুন সব ভার্সন বাজারে ছাড়ছে। আপনারা হয়ত বুঝতেই পেরেছেন আমি আপনাদের কি দিতে যাচ্ছি।

স্ক্রীনশটঃ 





নিচে বাটনটিতে গুগল ক্রোম ডাউনলোড করে নিন।



ধন্যবাদ,
-মোঃ আব্দুর রহিম

0 comments:

Post a Comment