খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Thursday, May 24, 2012

সবচেয়ে ছোট ইঁদুর !


undefined


সবচেয়ে ছোট ইঁদুরটি দৈর্ঘ্যে মাত্র দুই ইঞ্চি। ক্ষুদ্রাকৃতির হলেও এরা অনেক সাহসী। ফসলের মাঠ চষে বেড়ায় এই ইঁদুর। লম্বা লেজের সাহায্যে খাদ্যশস্য ও ঘাসের ডগায় ঝুল দিয়ে সহজেই চলাচল করে এরা। এদের বড় বড় চোখ থাকলেও চোখে দেখে না বললেই চলে। সাত মিটার দূরের কোনো বস্তুর ঘ্রাণও এরা টের পেয়ে থাকে। এরা প্রায়ই শরীরের পশমগুলো খাড়া করে ধরে। ইউরোপ ও এশিয়া হচ্ছে এই প্রজাতির ইঁদুরের আবাসস্থল। এই জাতীয় একটি প্রাপ্তবয়স্ক ইঁদুর ওজনে চার গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এরা বীজ, পোকা ও ফল খেয়ে থাকে। শুকনা ঘাস দিয়ে গুছিয়ে বলের মতো করে এরা বাসা বেঁধে থাকে। গবেষকরা জানান, এই জাতীয় ইঁদুর ঘরে প্রবেশ করে না।

সূত্রঃ ডেইলি মেইল।

0 comments:

Post a Comment