ধরুন, আপনি ৩০ তলা থেকে নামছেন, হঠাৎ লিফটের তার ছিঁড়ে গেল। হু হু করে নিচে নামছে লিফট।
অর্থাৎ প্রতি সেকেন্ডে ভরবেগ বাড়তে থাকবে। অর্থাৎ লিফট টা যখন মাটিতে আঁছড়ে পড়বে তখন আপনার ওজনের চেয়ে কয়েক গুণ বেশি ওজনের ধাক্কা খাবেন। এমন কি আপনার মাথার ওজনের চাপে ঘাড় ভেঙ্গে যাবে। পা ভাজ করে ধাক্কা সামলানোর চেষ্টা করেও লাভ হবে না। কারণ পড়ন্ত শরীরের প্রচণ্ড ভরবেগ পা সইতে পারবে না। লাফ দিয়ে শুন্যে অবস্থানের চেষ্টাও বৃথা। কারণ ঠিক কখন লিফট মাটিতে পড়বে টা বোঝা মুশকিল।
এ অবস্থায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে লিফটের মেঝেতে সটান শুয়ে পড়া, যেন শরীরের চাপ সবচেয়ে বেশি ছড়ানো অবস্থানে পড়ে এবং শরীরের কোন অংশকে যেন অন্য কোন অঙ্গপ্রত্যঙ্গের চাপ সইতে না হয়।
- ৪ সেকেন্ড এর একটু পরই আপনার বেগ হবে = ৪০মি/সে।
- আপনার ওজন ধরে নেয়া যাক = ৬০ কেজি।
- তাহলে ভরবেগ = (৬০*৪০) কেজি মি/সে = ২৪০০ কেজি মি/সে।
- মধ্যাকর্ষণজনিত ত্বরণ = ৯.৮ মি/সে ^ ২
অর্থাৎ প্রতি সেকেন্ডে ভরবেগ বাড়তে থাকবে। অর্থাৎ লিফট টা যখন মাটিতে আঁছড়ে পড়বে তখন আপনার ওজনের চেয়ে কয়েক গুণ বেশি ওজনের ধাক্কা খাবেন। এমন কি আপনার মাথার ওজনের চাপে ঘাড় ভেঙ্গে যাবে। পা ভাজ করে ধাক্কা সামলানোর চেষ্টা করেও লাভ হবে না। কারণ পড়ন্ত শরীরের প্রচণ্ড ভরবেগ পা সইতে পারবে না। লাফ দিয়ে শুন্যে অবস্থানের চেষ্টাও বৃথা। কারণ ঠিক কখন লিফট মাটিতে পড়বে টা বোঝা মুশকিল।
এ অবস্থায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে লিফটের মেঝেতে সটান শুয়ে পড়া, যেন শরীরের চাপ সবচেয়ে বেশি ছড়ানো অবস্থানে পড়ে এবং শরীরের কোন অংশকে যেন অন্য কোন অঙ্গপ্রত্যঙ্গের চাপ সইতে না হয়।
0 comments:
Post a Comment