বিসমিল্লাহির রহমানির রাহিম।
সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের কে একটা কাজের টিপস বলব। এটা ব্লগার দের জন্য বেশ উপকারী। আপনারা এই ট্রিকসটি ব্যবহার করে আপনারা খুব সহজেই কাষ্টম হেডার তৈরী করতে পারবেন।
চলুন পোষ্টটি মহান আল্লাহর নামে শুরু করিঃ
১. ব্লগারে লগইন করুন।
২. এবার Layout >> Edit HTML যান।
৩. এবার নিচের কোডটি খুজুনঃ
[আপনার ব্লগের নিরাপত্তার জন্য প্রথমেই ব্যাকআপ করে নিতে ভুলবেন না যেন]
<div id='header-wrapper'>
<b:section class='header' id='header' maxwidgets='1' showaddelement='no'>
<b:widget id='Header1' locked='true' title='Header (Header)' type='Header'/>
</b:section> </div>
৪. উপরের কোডটিতে লাল রং এর লেখা গুলো পরিবর্তন করুন।
1 থেকে 2, no থেকে yes এবং true থেকে false।
৫. এবার আপনার Save করুন।
৬. দেখতে পাবেন যে Add a Gadget নামে একটা নতুন অপশন সেখানে যুক্ত হয়েছে।
ভাল লাগলে কমেন্টস করে জানাবেন।
2 comments:
ব্লগারদের জন্য কাজের একটা পোষ্ট। ধন্যবাদ।
ধন্যবাদ।
Post a Comment