আসসালামুআলাইকুম। সবাই কেমন আছেন? মোস্তফা গেমটির পূর্ণনাম হলো (Cadillacs and Dinosaurs)। মোস্তফা গেমটি খেলেনি এমন মানুষ হয়তবা খুব কমই পাওয়া যাবে। আমি নিজেও (ছোট বেলায়) ২টাকার বিনিময়ে এই গেমটি খেলেছি। শুধু আগের সময়েই নয় এখনও এই গেমসটি বেশ জনপ্রিয়। এখনও ছোট বড় ছেলে মেয়েরা এই গেমসটি খেলতে পছন্দ করে। গেমস এর দোকানে অনেকে টাকা নষ্ট করতে চান না। তাই কম্পিউটারে এই গেমটি অনেকে খেলে থাকেন। কিন্তু কম্পিউটার ভারসন গেমটির একটা অসুবিধা হলো গেমটিতে ২০গান পাওয়া যায় না। [২০ গান হলো আনলিমিটেড একটি বন্দুক। যেটিতে কখনো গুলি শেষ হয় না।] তাই অনেকে কম্পিউটারে গেম খেলে ভিডিও গেমস এর আনন্দ উপভোগ করতে পারেন না। আমি এখন আপনাদের সেই ভারসনটির সন্ধান দেব যেটি দিয়ে আপনারা ২০ গান পাবেন। এবং খেলার সময় ভিডিও গেমস এর সেই আনন্দ উপভোগ করতে পারবেন ইনসাআল্লাহ।
স্ক্রীনশট দেখুনঃ
যেখান থেকে ডাউনলোড করবেনঃ
যেভাবে ব্যবহার করবেনঃ
১. প্রথমে সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন।২. Tab চেপে আপনার কী বোড টি সেট আপ দিয়ে নিন।
৩. এবার গেম খেলা শুরু করে দিন।
যেভাবে কী বোর্ড সেটআপ দেবেনঃ
১. গেমটি ওপেন করুন।
২. Tab বাটনে ক্লীক করুন।
৩. এবার Input (This Game) মেনুটি সিলেক্ট করুন।
চিত্রঃ
৪. এবার নিচের ছবিটির মতো কীবোর্ড সেট আপ দিন।
চিত্রঃ
৫. সেট আপ হয়ে গেলে 3 দিয়ে কয়েন নিন। 1 চেপে খেলা শুরু করুন। Arrow কী দিয়ে ডান,বাম,আপ,ডাউন করুন। Ctrl বাটন দিয়ে ঘুসি এবং Alt দিয়ে লাফ দিবে।
৬. শেষে Esc চেপে মেনু থেকে বেরিয়ে কয়েন নিয়ে খেলা শুরু করে দিন।
কোন সমস্যা হলে বা প্রশ্ন থাকলে আমাকে কল করুনঃ ০১৯১৫৫০২৫৫৬ এ নম্বরে।
কাজে লাগলে বা ভাল লাগলে কমেন্টস করে জানাবেন।
ধন্যবাদ।
-মোঃ আব্দুর রহিম
6 comments:
আপনাকে অনেক ধন্যবাদ। এটাই আমার দরকার ছিল।
Thank You.
ভাই Control Keybord সেটআপ করতে পারছি না। সাহায্য করুন
@Hassan
ভাই দয়া করে আপনার মেইল এড্রেসটা দিন।
ই-মেইল দেওয়ার প্রয়োজন নেই। পোষ্টটা আপডেট করে দিয়েছি।
thank you
Post a Comment