খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Tuesday, November 23, 2010

স্ক্রীন রেকর্ড করে নিজেই ভিডিও টিউটোরিয়াল তৈরী করুন।


আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন? আমরা অনেকেই জানি টাকা আয়ের বিভিন্ন রাস্তা আছে। কেউ ইন্টারনেটে বসে , কেউ কম্পিউটারে বসে, আবার কেউ বা ভিডিও টিউটোরিয়াল তৈরী করেও আয় করে। কিন্তু ভিডিও টিউটোরিয়াল তৈরী করার জন্য প্রয়োজন সফটওয়্যার এর। কিন্তু সফটওয়্যারটি যা আপনার কাছে না থাকে তাহলে কী ভাবে টিউটোরিয়াল তৈরী করবেন? আর এ জন্যই এই পোষ্ট করা হয়েছে। মূলত আপনারা এই সফটওয়্যারটা দিয়ে আপনার কম্পিউটারের স্ক্রীন রেকর্ড করে কম্পিউটারে সেভ করতে পারবেন। বা বাজারে বিক্রিও করতে পারেন। সেটা আপনাদের ইচ্ছা।

সফটওয়্যারটির পরিচয়ঃ
নামঃ RenderSoft CamStudio
ভারসনঃ 2.0

সফটওয়্যারটি দেখতে যেমনঃ



এই সফটওয়্যারটি দিয়ে স্ক্রীন রেকর্ড করার পর আপনারা .avi ফরমেটে সেভ করতে পারবেন।

যেভাবে ব্যবহার করবেনঃ
১. সফটওয়্যারটি চালু করুন।
২. এবার Region মেনু থেকে Full Screen এ ক্লীক করুন।
৩. রেকর্ড করার জন্য রেকর্ড বাটনে বা File => Record এ ক্লীক করুন।
৪. Stop করতে Stop বাটনে বা File => Stop এ ক্লীক করুন।
৫. Stop করে ফাইলটি সেভ করুন।

ভিডিও ফরমেট ভাল করতে চাইলে Options => Video Options এ ক্লীক করে Quality 100 করে দিন।

ডাউনলোডঃ


কাজে লাগলে কমেন্টস করতে আলসেমি করবেন না যেন।
ধন্যবাদ।
-মোঃ আব্দুর রহিম

2 comments:

মিঠু [Reply]

আপনাকে অনেক ধন্যবাদ।

Osoni Sonket [Reply]

onek din aei software ta kujsilam thanks apnaky

Post a Comment