খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Friday, November 12, 2010

খুব সহজেই ব্লগার এর NAVBAR ডিলিট করুন



বিসমিল্লাহির রহমানির রাহীম
আবারো ব্লগার টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। এখন আমি আপনাদেরকে ব্লগার এর NAVBAR ডিলিট করা শিখাবো। NAVBAR হলো ব্লগারের একটি টপবার যেখানে সার্চ, ব্লগারের লোগো এবং কিছু লিং থাকে। আসুন এবার NAVBAR ডিলিট করা শিখি।

১. ব্লগারে লগইন করুন।
২. এখন Layout থেকে Edit HTML এ যান।
৩. নিচের কোডটি খুজুনঃ

<b:skin><![CDATA[/*

৪. কোডটি খুজে পেলে নিচের কোডটি কপি করে খুজে পাওয়া কোডটির পরিবর্তে পেষ্ট করে দিন।
<b:skin><![CDATA[/*
-----------------------------------------------
Blogger Template Style
Name:     Abdur Rahim
URL:      www.it-world.tk
Date:     10 NOV 2010
----------------------------------------------- */

#navbar-iframe {
   display: none !important;
}

/* Variable definitions
  ====================
   <Variable name="mainBgColor" description="Main Background Color"
             type="color" default="#fff" value="#ffffff">
   <Variable name="mainTextColor" description="Text Color" type="color"
             default="#333" value="#333333">

  
৫. এবার Save বাটনে ক্লীক করে টেমপ্লেটটি সংরক্ষন করুন।

কাজে লাগলে কমেন্টস করে জানাবেন।
ধন্যবাদ

2 comments:

মিমি [Reply]

শেয়ার করার জন্য ধন্যবাদ।

Abdur Rahim [Reply]

ধন্যবাদ।

Post a Comment