খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »

Thursday, November 25, 2010

ফায়ারফক্সের জন্য নিয়ে এলাম একটা কাজের এডঅন Read It Later

বিসমিল্লাহীর রহমানীর রাহীম।


ইন্টারনেটে ঘুরতে ঘুরতে অনেক লেখাই আমাদের ভাল লাগে । সময়ের অভাবে সেগুলোর সব পড়া হয় না। কেমন হতো যদি সেগুলোকে পরে পড়ার জন্য রেখে দেওয়া যেত একটা লিস্টে? নিশ্চয়ই মন্দ নয়!!! ফায়ারফক্সের Read It Later অ্যাড-অন আপনাকে দেবে সেই সুযোগ।
এখান থেকে অ্যাড-অনটি ইন্সটল করে ব্রাউজার রিস্টার্ট করুন। রিস্টার্ট করার সাথে সাথে ব্রাউজার আপনাকে এই পেজে নিয়ে যাবে যেখানে আপনাকে বলা হবে একটি একাউন্ট ক্রিয়েট করার জন্য। একাউন্ট ক্রিয়েট করতে শুধু ইউজারনেম আর পাসওয়ার্ড লাগবে। ইমেইল আইডি বা ভেরিফিকেশানের দরকার নাই।

ব্রাউজারে এড্রেসবারে ডান-দিকে > চিহ্নের উপর ক্লিক করে যে কোন পেজকে আপনার লিস্টে রেখে দিতে পারেন পরে পরার জন্য। আবার পড়া হয়ে গেলে tick চিহ্নের উপর ক্লিক করলে লিস্ট থেকে ডিলিট হয়ে যাবে পেজটি ।


আপনারা এই এডটি Mozilla Firefox 3.5 এবং এর পরবর্তি ভারগুলোতে ব্যবহার করতে পারবেন।

1 comments:

Post a Comment